উত্তরদিনাজপুর

হাঁটু পর্যন্ত কাঁদা রাস্তায় বিপদে পড়েছে কালিয়াগঞ্জ ৩ নম্বর বোচাডাঙ্গাগ্রাম পঞ্চায়েতের গ্রামের মানুষরা

বর্ষাকাল শুরু হতেই উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ৩ নম্বর বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রায়গঞ্জ-বালুরঘাট রাজ্য সড়ক থেকে কিছুটা ভেতরে ৩ কিলোমিটার রাস্তা বেহাল হয়ে পড়ে। কৃষ্ণপুর, দক্ষিণ কৃষ্ণপুর, ভাবানীপুর এলাকায় গ্রামে যাওয়ার রাস্তা বেহাল হয়ে পড়ে। বিশেষ করে বর্ষাকালে রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। হাঁটু পর্যন্ত কাঁদা ফলে চার চাকার ছোট বড় গাড়ি এ্যাম্বুলেন্স তো দুরে থাক দুই চাকার মোটরবাইক ও যেতে পারে না ঠিক ভাবে। এমনকি স্কুল, কলেজ, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী পথ চলতি সমস্ত মানুষদের সমস্যার মুখে পরতে হচ্ছে প্রতি নিহত।  

            গ্রামবাসীরা জানান ভোট আসে ভোট যায়। কিন্তু রাস্তা ভালো হয় না। ভোটের আগে নেতারা পাকা রাস্তার কথা বলে কিন্তু ভোট পেরিয়ে গেলে সে কথা ভুলে যায়।

            কালিয়াগঞ্জ বিডিও মহম্মদ জাকারিয়া জানান, রাস্তার ব্যাপারে গ্রামবাসীদের লিখিত ভাবে অভিযোগ জানানোর কথা বলা হয়েছে। তারা অভিযোগ জানালেই প্রশাসনের তরফ থেকে কাজ শুরু করা হবে বলে তিনি জানান।